পর্দায় ওবামা-মিশেলের প্রেম
বিশ্বের সবচে ক্ষমতাধর ব্যক্তটির নাম বারাক ওবামা। তার প্রেম, বিয়ে সংসার আর গোপন খবর যদি রুপালি পর্দায় চলে আসে তাহলে কেমন হবে? মন্দ হবে না। কারণ তার জীবন বিষয়ে মানুষের জানার আগ্রহ আছে।
তাই তো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবার সম্পর্ক নিয়ে নির্মাণ হতে যাচ্ছে একটি চলচ্চিত্র। ‘সাউথসাইড উইথ ইউ’ নামে এ ছবিটি নির্মাণ করবে দ্য হোমগ্রাউন পিকচার্স প্রোডাকশন। মিশেলের তরুণী বয়সের চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচন করা হয়েছে হলিউডি অভিনেত্রী টিকা সাম্পটারকে। ওবার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী বছর ছবিটির শ্যুটিং শুরু হতে পারে।
মন্তব্য চালু নেই