অবশেষে সিরিয়ায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধ বিরতি
অবশেষে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হল। রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিরিয়া সরকার ও বিদ্রোহীরা যুদ্ধবিরতিতে যায়।
এই যুদ্ধ বিরতির আওতায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনী ৬২ হাজার বিদ্রোহীর ওপর আর হামলা চালাবে না। সেই সঙ্গে বিদ্রোহীরাও চালাবে না কোন ধরনের অতর্কিত হামলা। উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনা খুব জলদি শুরু হবে। আর এ আলোচনা হবে কাজাখাস্তানের রাজধানী আস্তানায়।
তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও জঙ্গি গোষ্ঠী আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট আল নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে আসা জাবাত ফাতেহ আল শাম এর বাইরে থাকবে। তাদের ওপর যথারীতি অভিযান চলবে।
মন্তব্য চালু নেই