বিমানের ককপিটে বসেই আত্মহননের চিন্তা পাইলটদের!

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যুগান্তকারী গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। তা হলো, বিমানের ককপিটে বসেই আত্মহত্যার চিন্তা করেন অধিকাংশ বিমানচালক! যাদের হাতে যাত্রীদের প্রাণ, তাদের মনেই ধ্বংসের চিন্তা। প্রতিদিন প্রায় ৪ হাজার বাণিজ্যিক বিমান চালান এমন পাইলটরা, যাদের মনে কোন না কোন সময় আত্মহত্যার চিন্তা এসেছে। এক পক্ষকালের মধ্যে কোন না কোন সময় ৪.১ শতাংশ পাইলট নিজেদের শেষ করে দেওয়ার কথাও ভেবেছেন। ১২.৬ শতাংশ পাইলট ভোগেন ডিপ্রেশনে। তীব্র ডিপ্রেশনে ভুগতে থাকা পাইলটরা চলন্ত বিমানের ককপিটে বসারই যোগ্য নন। কিন্তু গবেষকরা জানাচ্ছেন, অনেক পাইলটই চাকরি হারানোর ভয়ে তাদের এই মানসিক অবস্থার কথা বেমালুম চেপে যান। তাদের চালচলন দেখে এবং শারীরিক কিছু লক্ষণ দেখে বোঝা যায়, তারা ডিপ্রেশনে ভুগছেন। কিন্তু তারা ডাক্তারের কাছেও যেতে চান না।

এ পরিস্থিার সমাধানের রাস্তাও জানিয়ে দিয়েছেন গবেষকরা। মানসিক অস্থিরতায় ভুগতে থাকা পাইলটদের এগিয়ে আসতে অনুরোধ করেছেন তারা। তবে বিমান কর্তৃপক্ষকে তাদের চাকরির নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেও বলেছেন গবেষকরা। কাজের পরিবেশেরও পরিবর্তন আনা দরকার বলে মনে করছেন গবেষকরা।



মন্তব্য চালু নেই