টয়লেটে দমবন্ধ হয়ে ৬ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি ছোট্ট টয়লেটে দমবন্ধ হয়ে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ওই ছয়জনকে টয়লেটে আটকে রেখেছিল। মঙ্গলবার জাকার্তা পুলিশ টয়লেট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।
এক কোটি মানুষের শহর জাকার্তায় ছোট-খাট অপরাধ সাধারণ ঘটনা। তবে সশস্ত্র ও সহিংস ডাকাতির ঘটনা বিরল।
জাকার্তা পুলিশের মুখপাত্র আর্গো ইউওনো বলেন, অভিজাত এলাকার একটি বাড়িতে চার ডাকাত অনুপ্রবেশ করেছিল। পরিবারের সদস্য, গৃহকর্মী ও চালকসহ অন্তত ১১ জনকে সাড়ে ছয় ফুট দৈর্ঘ্য ও সাড়ে তিন ফুট প্রস্থের একটি টয়লেটে আটকে রেখেছিল ডাকাতরা। মঙ্গলবার সকাল পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পুলিশের এ কর্মকর্তা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র ও রামদা ছিল। আহত ৫ জনকে টয়লেট থেকে উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র : চ্যানেল নিউজ এশিয়া।
মন্তব্য চালু নেই