গুলিতে কিশোর জঙ্গির মৃত্যু : চিকিৎসক
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অজ্ঞাত কিশোরের (১৪) মৃত্যু গুলিতে হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সোমবার দুপুর দেড়টায় ময়নাতদন্ত শুরু হয়ে শেষ হয় ২টা ৫ মিনিটে।এরপর ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ উপস্থিত সাংবাদিকদের জানান, গুলিতে ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে তার শরীর থেকে একটি গুলি বের করা হয়েছে।
এ ছাড়া ডিএনও পরীক্ষার জন্য তার চুল, দাঁত ও উরুর মাংস সংগ্রহ করা হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্য রক্ত ও প্রস্রাব সংগ্রহ করা হয়।
দক্ষিণখানের সূর্য ভিলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট শুক্রবার রাত ১২টা থেকে অভিযান চালায়। ১৬ ঘণ্টার ‘রিপল ২৪’ নামের এ অভিযান শেষ হয় শনিবার বিকেল ৪টায়। এতে এক নারী জঙ্গি ও এক কিশোর নিহত হয়। এ ছাড়া আত্মসমর্পণ করেন দুই নারী জঙ্গি ও দুই শিশু।
মন্তব্য চালু নেই