সীমান্ত পেরিয়ে চীনে আঘাত হানতে তৈরি ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র

পারমাণবিক ক্ষমতাসম্পন্ন অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য তৈরি ভারত৷ জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ৷ সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে কিংবা নতুন বছরেই শুরুতেই পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র৷

অগ্নি সিরিজের এই সাম্প্রতিকতম ভার্সানটি ৫০০০ কিলোমিটার রেঞ্জে আক্রমণ শানাতে সক্ষম৷ অর্থাৎ প্রয়োজনে ভারত থেকেই চীনের সীমানা পেরিয়ে আঘাত হানতে পারে অগ্নি-৫৷ এর আগে মোট তিন বার পরীক্ষামূলকভাবে অগ্নি-৫ প্রয়োগ করার চেষ্টা করেছে ভারত৷ প্রতিবারই ব্যর্থ হয়েছে৷ শেষবার এর পরীক্ষার চেষ্টা করা হয়েছিল ২০১৫ সালের জানুয়ারি মাসে৷ সেই সময়ও কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ভেস্তে যায় যাবতীয় পরিশ্রম৷

প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, সেই কারণে এবার সম্পূর্ণ তৈরি হয়েই তবেই এই প্রয়োগ করতে চলেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ এটিই হবে তৃতীয় স্তর বিশিষ্ট অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের শেষ পরীক্ষামূলক প্রয়োগ৷ পরীক্ষার ক্ষেত্র হিসেবে বাছা হয়েছে ওড়িশার আবদুল কালাম দ্বীপকে৷ সংবাদ প্রতিদিন



মন্তব্য চালু নেই