মোদী কোন শব্দ ২১ বার ব্যবহার করায় চটলেন চিদাম্বরম?

জনগণ এটা ভুলেও যাবে না। আর এই সরকারকে ক্ষমাও করবে না। এমনটাই মনে করেন প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম। কারণ চিদম্বরমের মতে, নোটবাতিলের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ মানুষ। দেশের ৪৫ কোটি দিনমজুর নোটবাতিলের কারণে কাজ হারাচ্ছেন।

নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করে চিদম্বরম বলেন, ‘নোটবাতিলের কারণে বড়লোকরা মোটেই চিন্তিত নয়। গরীব মানুষদেরই অসুবিধা বেশি। এর ফলে না তো দুর্নীতি, না কালোটাকা, না উগ্রপন্থীদের টাকার যোগান কমানো গেছে।’

তবে চিদম্বরমের ক্ষোভের অন্যতম কারণ মোদীর ভাষণ। গত ৮ নভেম্বর নোটবাতিলের ঘোষণার সময় প্রধানমন্ত্রী ১৮ বার ‘কালো টাকা’ শব্দটি উচ্চারণ করেছিলেন। কিন্তু ২৭ নভেম্বরে জনসভাতে মাত্র ৯ বার কালো টাকার কথা বললেন আর ২১ বার ক্যাশলেস ইকনমির কথা বললেন।

এতেই চিদম্বরমের আপত্তি। তিনি বলেন, ‘কথা ছিল নোটবাতিলের মধ্য দিয়ে কালো টাকা কমানোর। কিন্তু গোলপোস্ট বদলে যাচ্ছে।
ক্যাশলেস ইকনমির কথা বলছেন এখন। দেশের সব প্রান্তে কোথায় বিদ্যুৎ? কোথায় ওয়াই ফাই? কোথায় ইন্টারনেট? গ্রামের সাপ্তাহিক হাটের কথা ভাবুন তো! সেখানে কীভাবে লেনদেন হবে?’

তাঁর মতে দেশে এবং বিদেশে এই সিদ্ধান্তের সমালোচনা করছেন সবাই। নোটবাতিলের কারণে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ব্যাহত হবে।



মন্তব্য চালু নেই