পাকিস্তানের গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিলেন নতুন সেনা প্রধান

পাকিস্তানের নতুন সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া রোববার দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান রিজওয়ান আখতারকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। পাক সেনাবাহিনীতেও বড় রদবদল ঘটিয়েছেন তিনি। খবর ডনের।

দু সপ্তাহ আগেই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন কামার বাজওয়া। সাবেক সেনা প্রধানের ঘনিষ্ঠ অনেককেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন তিনি। সেই তালিকায় গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানও রয়েছেন।

পাক সেনাবাহিনীর অভ্যন্তরে আইএসআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে আগাম কোনো খবর ছিল না গুপ্তচর সংস্থাটির কাছে। বেলুচিস্তানে যা ঘটছে সে ব্যাপারেও গুপ্তচর সংস্থা আগাম অনুমান করতে ব্যর্থ হয়েছে। এতে সেনাবাহিনীর মনোবলে বড় ধরনের ধাক্কা লেগেছে। এমনটাই দাবি করছে বিভিন্ন মহল।

সেনাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ও গোয়েন্দা নেটওয়ার্ক আরো মজবুত করতে গুপ্তচর সংস্থা এবং সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে রদবদল আনা হয়েছে।



মন্তব্য চালু নেই