ভারতকে চাপে ফেলতে এক ‘নতুন কৌশল’ নিল চীন

ভারতের বাজারকে নষ্ট করতে নেপালে বিপুল পরিমাণের পণ্য চালান করল চীন। চীন সীমান্ত থেকে অনেকগুলি ট্রাকে করে প্রায় ২.৮ মিলিয়ন ডলারের পণ্য ইতিমধ্যে পাড়ি দিয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে। ২০০৫ সালে নেপালের সঙ্গে যুক্ত হতে একটি ‘ফ্রেন্ডশিপ হাইওয়ে’ তৈরি করেছিল চীন। তারপর থেকে এটিই উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক পণ্য চালান।

চীন থেকে নেপালে উদ্দেশ্যে পাঠান হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেক্ট্রিক্যাল পণ্য৷ যা গত দশবছর ধরে ভারত নেপালে চালান করত৷ গতবছর থেকেই নেপালকে তাদের টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহারের জন্য উৎসাহিত করছে চীন৷এমনকি গতমাসে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তিও।

এর পেছনে রয়েছে একটি কেবল মাত্র কারণ৷ যাতে ভারতের উপর থেকে নির্ভরতা কমে যায় নেপালের৷সূত্রের খবর, চীনের এই বাড়বাড়ন্তকে প্রশ্রয় দিচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড৷ কারণ একবার চীনা প্রেসিডেন্ট জিংপিং-কে নেপাল সফর করাতে পারলেই উজ্জ্বল হবে তাঁর ভাবমূর্তী। -কলকাতা২৪।



মন্তব্য চালু নেই