ভারতের অনেকগুলো রাজ্যে একসাথে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প

সাতসকালেই ভূমিকম্প অনুভূত হল উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মণিপুর— এই অঞ্চলটি হল পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। তাছাড়া নেপালের বৃহৎ ভূমিকম্পের পরে এই অঞ্চলে যে বহুবার আফটারশক কোয়েক হবে সেকথা আগেই বলেছিলেন ভূবিজ্ঞানীরা।

আজ সকাল ৭.২৭ নাগাদ পার্বত্য রাজ্যগুলিতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের ওয়েস্ট খাসি হিল এলাকায়। যেহেতু কম্পনের মাত্রা অপেক্ষাকৃত কম, তাই কোনও রকম ক্ষয়ক্ষতির হয়নি। -এবেলা।



মন্তব্য চালু নেই