আবারো কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হেনেছে সলোমন দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯।

শনিবার স্থানীয় সময় সকাল ৬ টা ১০ মিনিটে রাজধানী কিরকারা থেকে ৯০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মাত্র একদিন আগেই সেখানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই