ইরাকি বাহিনীর ভুল হামলায় ৫২ বেসামরিক মানুষ নিহত

ইরাকের আল-কায়েম শহরে ভুল করে চালানো এক বিমান হামলায় ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আইএসের দখলে থাকা শহরটিতে বেতন নেয়ার জন্য জড়ো হয়েছিলেন কিছু মানুষ। সেখানেই হামালাটি চালায় ইরাকি বাহিনী। ওই হামলায় নিহত ৫২ জনের মধ্যে বেশ কজন শিশুও রয়েছে।

মোহাম্মদ আল-কারবোলি নামে ইরাকের এক সাংসদ তার ফেসবুক পেজে আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, বেসামরিক মানুষদের ওপর ইরাকি বাহিনীর হামলার ঘটনা এবারই প্রথম নয়।

ভুলবশত এসব হামলায় জড়িতদের পেছেনে কারা রয়েছেন তা খুঁজে বের করতে একটি কমিশন গঠনেরও আহ্বান জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই