আলেপ্পো থেকে পালিয়েছে বিদ্রোহীরা

নিজেদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ায় যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর পুরনো নগরীর শেষ এলাকা থেকে পালিয়ে গেছে বিদ্রোহীরা।

বুধবার বাসার আল আসাদের সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে পিছু হটে পালিয়ে যায় তারা। পরে ওই এলাকার দখল নেয় সরকারি সেনারা।

বর্তমানে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অধিকাংশ এলাকা, প্রায় ৭৫ ভাগ শহর সিরীয় বাহিনীর দখলে চলে এসেছে। গত প্রায় ৪ বছর ধরে এসব এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

সিরিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ‘অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কয়েকদিনে যুদ্ধ শেষে দ্বিতীয় এলাকা ছেড়ে চলে গেছে বিদ্রোহীরা। তবে দক্ষিণ-পূর্ব দিকের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোয় প্রচণ্ড যুদ্ধ হয়েছে। ওই এলাকায় হাজার হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছেন বলে জানা গেছে।

এদিকে আলেপ্পোয় বিদ্রোহীদের লিডারশিপ কাউন্সিলের পক্ষ থেকে জাতিসংঘের অধীনে ৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়েছে। কিন্তু এ অবস্থায় কোনো যুদ্ধবিরতি চায় না বলে জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি



মন্তব্য চালু নেই