পশ্চিমাদের তাক লাগিয়ে নতুন এক পরিকল্পনা ঘোষণা করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, আফ্রিকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য ওই উপমহাদেশের প্রতিটি দেশে তুরস্কের কূটনৈতিক মিশন স্থাপনা করা হবে।

মঙ্গলবার আঙ্কারায় সফরত তার সহযোগী বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালোনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরদোগান আরো বলেন, শিগগিরই আফ্রিকার সব দেশে কূটনৈতিক মিশন সেট সম্পন্ন করা হবে। আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে বর্তমানে ৩৯টি দেশে তুরস্কের প্রতিনিধি রয়েছে।

তিনি বলেন, ‘আফ্রিকার সব দেশ তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ। সেজন্য আমি মনে করি আফ্রিকার সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সংহতি আরো সুদৃঢ় হওয়া উচিত।’

এরদোগান আরো জানান, ‘বেনিনে ফেতুল্লাহ গুলেনের প্রতিষ্ঠিত তিনটি স্কুল বন্ধ করে সেখানে তুরস্কের শিক্ষা ফাউন্ডেশন গড়ে তোলার বিষয়ে আমরা উভয়পক্ষ সম্মত হয়েছি।’

সাংবাদিক সম্মেলনে বেনিনের নেতা প্যাট্রিস ট্যালোন বলেন, ‘তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে বেনিন সফরের আমন্ত্রণ জানিয়েছি। ফলে এটা আফ্রিকার জন্য খুবই একটি ভাল খবর। তিনি আশা প্রকাশ করেন অচিরেই এরদোগান আফ্রিকা সফর করবেন।

প্রসঙ্গত, গেল ১৫ জুলাই ব্যর্থ গণঅভ্যুত্থানে ফেতুল্লাহ গুলেন এবং তার সংগঠনকে দায়ী করে ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশে গুলেনের প্রতিষ্ঠিত স্কুলের কার্যক্রম বন্ধে দ্বি-পাক্ষিক আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে তুরস্ক।

এরই অংশ হিসেবে সম্প্রতি আফ্রিকার দেশ বেনিনের প্রেসিডেন্ট প্যাট্রিস ট্যালোনকে আঙ্কারা সফরে আমন্ত্রণ জানায় তুর্কি কর্তৃপক্ষ। ওই আমন্ত্রণে আঙ্কারা সফর করছেন বেনিনের প্রেসিডেন্ট। সূত্র : আনাদোলু নিউজ এজেন্সি।



মন্তব্য চালু নেই