চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী হলে মমতা পারবেন না কেন?

বিজেপির সঙ্গে তার সম্পর্ক সুবিদিত। গত লোকসভার ভোটে বিজেপির প্রার্থী বাছাইয়ে পর্যন্ত ভূমিকা ছিল তার। অথচ কালো টাকার প্রসঙ্গে অমিত শাহরা যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ চালানোর চেষ্টা করলেন তখন কলকাতা সফরে এসে তৃণমূল নেত্রীর সততা ও নিষ্ঠা নিয়ে ভূয়সী প্রশংসা করলেন যোগগুরু রামদেব।

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে শনিবার দেখা করেন এই যোগগুরু। রাজভবন থেকে তিনি বেরনোর পর মমতা সম্পর্কে বিজেপির সমালোচনা নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে রামদেব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কালো টাকা রয়েছে বলে আমি বিশ্বাস করি না। এও মনে করি না উনি কালো টাকার পক্ষে লড়ছেন। নোট বাতিলের প্রক্রিয়াগত ত্রুটি নিয়েই উনি অসন্তুষ্ট বলে মনে হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মমতাজি দু’শো টাকা দামের শাড়ি পরেন, হাওয়াই চটি পায়ে দিয়ে চলেন। জীবন যাপনও একেবারে সাদাসিদে। তার সততা, নিষ্ঠার প্রশ্নে কোনো দিনই আমার সন্দেহ ছিল না আজও নেই।’

মোদী-বিরোধী আন্দোলনে ইদানীং মমতা খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। সে বিষয়েও মত জানতে চাওয়া হয়েছিল রামদেবের কাছে। এ ক্ষেত্রেও তৃণমূল নেত্রী সম্পর্কে ইতিবাচক জবাব দিয়ে যোগগুরু বলেন, ‘জাতীয় রাজনীতিতে আরো প্রাসঙ্গিক হয়ে ওঠার ইচ্ছা কারো থাকতেই পারে। এক জন চা বিক্রেতার ছেলে যদি প্রধানমন্ত্রী হতে পারেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়ই বা পারবেন না কেন?’

রামদেবের মুখে তৃণমূল নেত্রীর এমন প্রশংসা শুনে বিজেপি নেতারাই কিছুটা হতবাক হয়েছেন।



মন্তব্য চালু নেই