তুরস্কে ছাত্রীনিবাসে আগুনে নিহত ১২

তুরস্কে একটি ছাত্রীনিবাসে লাগা আগুনে ১১ কিশোরীসহ ১২ জন মারা গেছেন।

মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অদানা প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তুর্কি পার্লামেন্টে অদানা প্রদেশের প্রতিনিধি ওমের সেলিক জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের ওই নিবাসটিতে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।

আগুনে আরো অন্তত ২২ ছাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। নিহতদের মধ্যে এক নারী আছেন, তিনি ওই ছাত্রীনিবাসে কাজ করতেন।

আশপাশের গ্রাম থেকে আসা গরিব পরিবারের ছাত্রীদের ওই নিবাসটিতে রাখা হত বলে জানিয়েছেন পার্লামেন্টের বিরোধীদলীয় সদস্য এলিফ দোগান তুর্কমেন।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, আগুন বহুতল একটি ভবনের ছাদ ছাড়িয়ে উঠে গেছে এবং দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।



মন্তব্য চালু নেই