এবার জাকির নায়েকের ওয়েবসাইট বন্ধ
ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের ‘তানযিমে ইসলামি রিসার্চ ফাউন্ডেশন’ এর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারতীয় সরকার প্রতিষ্ঠানটির ওয়েব সাইটও বন্ধ করে দিয়েছে। সামাজিক নেটওয়ার্কিং সাইটটি নিষেধাজ্ঞা আরোপ করার ব্যাপারে এনআইএ আমেরিকা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।
ভারতীয় গণমাধ্যম জানায়, জাকির নায়েকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে সরকার। আইআরএফ নিষিদ্ধ করার পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইটও বন্ধ করে দেয়া হয়েছে। ভারতীয় জাতীয় নিরাপত্তা পরিষদ জাকির নায়েকের বিরুদ্ধে ইন্টারপোল থেকে রেড কর্নার নোটিশ নেওয়ারও চেষ্টা করেছে। যদি জাকির নায়েক আদালতে হাজিরা দেবার জন্য ভারত না আসেন তাহলে এনআইএ তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য নোটিশ জারি করবে।
ফলে ইন্টারপোলের মাধ্যমে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে সৌদি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারবে এনআইএ।
সূত্র: জিও নিউজ উর্দু
মন্তব্য চালু নেই