মিয়ানমারে ৬৯ রোহিঙ্গা মুসলিমকে হত্যা করেছে সেনাবাহিনী

মিয়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশের গ্রামগুলোতে গত ৫ দিনের হামলায় অন্তত ৬৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। তবে সেনাবাহিনী নিহতদের সহিংস হামলাকারী বলে বর্ণনা করেছে। খবর বিবিসির।

রাখাইন প্রদেশে সম্প্রতি শুরু হওয়া বিদ্রোহ দমনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেছে সেনাবাহিনী। তবে অন্যান্য সূত্রগুলো বলছে, সেনাবাহিনী সেখানে বেসামরিক নাগরিকদের হত্যার পাশাপাশি নারীদের ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

তবে বিবিসির বলছে, সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা আরো বেশী হতে পারে। সহিংসতা সম্পর্কে কর্মকর্তারা যে তথ্য দিচ্ছে তা যথেষ্ট নয় বলেও উল্লেখ করা হয়েছে।

গত মাসের শুরু দিকে রাখাইনে সীমান্ত চৌকিতে হামলার জের ধরে এই অভিযান শুরু করে সেনাবাহিনী। ওই এলাকায় সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপও ব্যবহার করেছে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিয়ানমারে রোহিঙ্গাদের সরকারি স্বীকৃতি নেই। এই অভিযান নিয়ে শুরু থেকেই খুব গোপনীয়তা বজায় রাখছে সেনাবাহিনী।

রাখাইন এলাকায় কোন সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হচ্ছিল না এবং ওই এলাকায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের অভিযোগ অস্বীকার করে আসছে সেনাবাহিনী।



মন্তব্য চালু নেই