মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৪

আফগানিস্তানে মার্কিন বিমানঘাঁটিতে বিস্ফোরণে নিহত ৪, আহত ১৩। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দেশটির পারওয়ান প্রদেশের বাগরাম বিমানঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে সুরক্ষাবাহিনী। রয়েছে মেডিক্যাল টিমও। এক বিবৃতিতে এখবর জানিয়েছে ন্যাটো।

বাগরামের গভর্নর আব্দুল শোকোর কোদোসি জানিয়েছেন, বিমানঘাঁটিতে খাওয়া–দাওয়ার জায়গায় বিস্ফোরণটি ঘটেছে। মৃতের সংখ্যা কমপক্ষে ৪। গুরুতর জখম ১৩ জন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বাগরামের ওই বিমানঘাঁটিটি আফগানিস্তানে মার্কিন সেনার বৃহত্তম ঘাঁটি। সেখানে দু’‌টি রানওয়ে আছে।

লকহিড মার্টিন সি–৫ বা রাশিয়ান অ্যান্টনভ– এ এন ২২৫–এর মতো ভারী ওজনের বিমান নামতে পারে। ৯/‌১১–র পর তালিবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করতে আফগানিস্তানে সেনা পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে আফগান সরকারের হাতে নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়ে সেখান থেকে মার্কিন–ন্যাটো জোট সেনাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কাবুলকে সহযোগিতা করার জন্য এখনও সেখানে ১০,০০০ মার্কিন সেনা রয়েছে বলে জানা যায়।



মন্তব্য চালু নেই