স্ত্রী মেলানিয়ার ব্যালটেও নজর ট্রাম্পের!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর আগে প্রার্থীরা তাদের উত্তেজনাপূর্ণ দীর্ঘ প্রচারণার সমাপ্তি টানেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। ছয়টি ‘টাইম জোন’ অনুযায়ী দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়।
স্থানীয় সময় মধ্যরাত থেকেই ফলাফল আসতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। ‘টাইম জোন’ হিসেবে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ফলাফল আসবে আগে।
ম্যানহাটনের একটি কেন্দ্রে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভোট দেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কা। তারাও ওই কেন্দ্রে ভোট দেন।
তবে স্ত্রী মেলানিয়া ভোট দেয়ার সময় বার বার তার ব্যালটের দিকে তাকিয়ে ছিলেন ট্রাম্প। আর তার সেই তাকানোর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
অনেকেই এটা নিয়ে রসিকতা করে টুইট করেছেন। ডেভিড স্নাইডার নামের একজন টুইটে লিখেছেন, ট্রাম্প নিজের স্ত্রীকে তার পক্ষে ভোট দিতে চাপ দিয়েছেন।
মাস্টার অব নন নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, তুমি বিশ্বাস করো তোমার স্ত্রী তোমাকে ভোট দিয়েছে। কিন্তু তার বাস্তবতা কতটুকু?
এদিকে অন্য একটি ছবিতে দেখা যায়, ট্রাম্পের ছেলে এরিকও ভোট দেয়ার সময় স্ত্রীর ব্যালটের দিকে তাকাচ্ছেন। এনিয়ে একজন টুইটে লেখেন-যেমন বাবা, তেমন ছেলে।
মন্তব্য চালু নেই