হিলারির প্রশংসায় কেটি পেরি
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করেছেন বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী কেটি পেরি। শনিবার তিনি হিলারির পক্ষে ভোট টানতে সেখানে একটি কনসার্টে অংশ নেন।
কেটি পেরি ছাড়াও বেশ কয়েকজন সুপারস্টার ইতোমধ্যে হিলারিকে সমর্থন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন সুপারস্টার জেনিফার লোপেজ, বিয়ন্স ও জে জেড।
লোপেজ সম্প্রতি মায়ামিতে হিলারির পক্ষে কনসার্ট করেন। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানায়, ক্লিভল্যান্ড ও ওহাইওতে হিলারির পক্ষে বিয়ন্স ও জে জেড’র এর কনসার্টে ১০ হাজারের মত মানুষ অংশ নেন।
ফিলাডেলফিয়ায় কনসার্টে কেটি পেরির সমর্থন প্রকাশের আগে হিলারি বলেন, ‘আপনারা যা বিশ্বাস করেন তার পক্ষে দাঁড়ান। আপনাদের নিজেদের মতামতের ক্ষমতা সম্পর্কে সজাগ হোন।’
এরপর ৩২ বছর বয়সী কেটি পেরি তার বিখ্যাত ‘রোয়ার’ গানটি পরিবেশন করেন।
নির্বাচনী প্রচারণায় সেলিব্রিটিদের মঞ্চ কাঁপানোর বিষয়টি হিলারির ক্ষেত্রেই যে হচ্ছে তা নয়। ২০০৮ সালে নির্বাচনের মাত্র কয়েক দিন আগে ক্লিভল্যান্ডে বারাক ওবামার সমর্থনে ব্রুস স্প্রিংসটিনের কনসার্টে ৮০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।
এবারের নির্বাচনে হিলারির প্রচারণা শিবির ভোটারদের আকৃষ্ট করতেই এসব কনসার্টের আয়োজন করছে।
স্থপতি জোস বার্নস বলেন, ‘রেডিও’তে আমি কেটি পেরির লাইভ কনসার্ট শুনছিলাম। আমি মনে করি না, এটা হিলারির চিন্তা থেকে এসেছে। তবে এটা ভালো কৌশল। আমি এটা পছন্দ করি।’
তবে এতে তরুণ ভোটাররা কি আকৃষ্ট হবেন?
জবাবে তিনি বলেন, ‘এটা ভালো যে শিল্পীরা হিলারিকে সমর্থন করছেন। এটা আপনাকে বুঝতে সহায়তা করবে যে তারা তাকে নিয়ে কতটা উদ্বিগ্ন।’
মন্তব্য চালু নেই