হিটলারের জন্মভিটার বাড়িটি ভেঙে ফেলবে অস্ট্রিয়া

এই বাড়িটিতেই ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম খলনায়ক ও একনায়ক অ্যাডলফ হিটলার৷ এবার সেই বাড়িটিকেই ভেঙে নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়া প্রশাসন৷ অস্ট্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রী উল্ফগ্যাং সোবোতাক জানিয়েছেন, বাড়িটির রক্ষণাবেক্ষণের সঠিক ব্যবস্থার জন্যই বাড়িটিকে ভেঙে পুনরায় অন্যত্র নির্মাণ করার ব্যবস্থা করা হবে৷ ফলে শহরের পশ্চিমাংশে অবস্থিত বাড়িটি নয়া রূপে সেজে উঠবে অন্যপ্রান্তে৷

জানা যায়, কয়েকশো বছর ধরেই বাড়িটিতে অন্য একটি পরিবার বসবাস করতো৷ যারা বাড়িটি ক্রয় করেছিল৷ কিন্তু সরকার বাড়িটি ভাঙতে চাইলেও তারা রাজি ছিল না৷ ফলে বহুদিন যাবত সরকারের সঙ্গে তাদের বিরোধ চলে৷ অবশেষে বিরোধ মিটলে এবার ভাঙা পরতে চলেছে হিটলারের জন্মভিটে৷ সূত্রের খবর, ১৯৭২ সালে বাড়ির মালিকের থেকে অস্ট্রিয়া প্রশাসন বাড়িটি লিজে নিয়েছিল৷ সেখান থেকে শারীরিক ভাবে অক্ষম মানুষদের থাকার ব্যবস্থাও করেছিল৷ কিন্তু ২০১১ সালে লিজের সময় সীমা শেষ হয়ে যায়৷



মন্তব্য চালু নেই