অাফগান সীমান্তে গুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তানের ডুরান লাইন সীমান্তের কাছে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে দুই পাকিস্তানি সেনা নিহত ও আরো এক সেনাসদস্য আহত হয়েছেন। পাকিস্তানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উপজাতীয় দক্ষিণ ওয়াজিরিস্তানের অ্যাঙ্গর আড্ডা এলাকায় ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনাবাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে অজ্ঞাত দুর্বৃত্তরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়।

নিহত ওই দুই সেনা সদস্য হলেন, পাঞ্জাব ৫৬ রেজিমেন্টের ইদরিস খান ও আরশাদ।

স্থানীয় গণমাধ্যম বলছে, পাক্তিয়া প্রদেশের বার্মাল জেলায় দুর্বৃত্তদের হামলার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। এর ফলে সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ ছাড়া আফগান কর্মকর্তারাও এ ঘটনায় কোনো মন্তব্য করেনি।

সূত্র : খামা প্রেস।



মন্তব্য চালু নেই