আশুলিয়ায় ৪ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শ্রমিকরা

টিপু সুলতান (রবিন) : সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ অবৈধভাবে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে ৪ দফা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে অবস্থিত আশুলিয়া প্রেস ক্লাবের সামনে আনজির এ্যাপারেলস লিঃ ইউনিট-২ এর প্রায় দুইশতাধিক শ্রমিক এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচি থেকে শ্রমিকরা অবিলম্বে কারখানাটি খুলে দেওয়ার দাবি জানান। সেই সাথে ছাটাইকৃত শ্রমিকদের পুনরায় কাজে যোগদানের দাবি জানান। অন্যথায় শিল্পাঞ্চলের সকল শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিকরা।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি শ্রমিক সংগঠন একাত্ততা প্রকাশ করে। সাভার,আশুলিয়াও ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশ জানায় আগামী তিনদিনের মধ্য শ্রমিকদের চারদফা দাবী মেনে নানিলে আরও কঠোর কর্মসুচির মাধ্যমে দাবী আদায়ের ঘোষনা দেন।

এছাড়াও স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ মোবারক ও শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই