নবজাতককে বাঁচিয়ে উদ্ধারকর্মীর কান্না, কাঁদলেন বিবিসির সংবাদ পাঠিকাও
এ কান্না একইসঙ্গে দু:খ ও আনন্দের। সিরিয়ার ইবলিবে ধ্বংসস্তুপ থেকে মাত্র ত্রিশ দিন বয়সের মুমূর্ষু প্রায় শিশুকে উদ্ধার করে বৃহম্পতিবার এমনই বাধভাঙা কান্নায় ভেসেছিলেন সিরিয়ার উদ্ধারকর্মী আবু কাইফা। বোমার আঘাতে সম্পূর্ন গুড়িয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়।
মর্মভেদী এই খবর পড়তে গিয়ে কান্নায় আপ্লুত হয়েছেন বিবিসির সংবাদ-পাঠিকা কেটি সিলভারটনও। তিনি লাইভ সম্প্রচারেই এমন আবেগাক্রান্ত হন। পরে এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আমার চাকরিতে আবেগ এবং পক্ষপাতিত্বের কোন সুযোগ নেই। কিš‘ আমি একজন মানুষ।’
হিউম্যান রাইটস’র পর্যবেক্ষক দল জানায়, সিরিয়ার হামা প্রদেশের ইদলিবের ওই বোমা হামলায় অন্তত ১১ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে রাশিয়ার বিমানবাহিনী এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। সূত্র : ডেইলি মেইল
মন্তব্য চালু নেই