ফুটপাত ছাড়ুন, নইলে বুলডোজার চলবে : আনিসুল হক
যারা ফুটপাত দখল করে আছে, জনস্বার্থে তা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
দখলকারীদের লক্ষ্য করে তিনি বলেন, ‘আপনাদের মিনতি করে বলেও কাজ না হলে বুলডোজার চালানো হবে। তখন দুঃখ পেলেও কিছু করার থাকবে না।’
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দুই দিনব্যাপী ‘৪র্থ আরবান ডায়ালগ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং আরবান ইনগো ফোরাম যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আনিসুল হক বলেন, ‘ফুটপাত থেকে দখলদার উচ্ছেদ খুবই কঠিন কাজ। কারা এটি দখল করে রেখেছে, তা সবার জানা আছে। তবে দখলদার যেই হোক না কেন ঢাকার সব ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।’
তিনি বলেন, ‘আমার লোকজনকে আমি বলেছি- প্রথম দিন যাবা, হাতে ধরবা, বলবা ‘স্যার আমার জায়গা ছেড়ে দেন’। দ্বিতীয় দিন যাবা, বলবা ‘স্যার, আপনি অনেক বড়লোক, ফুটপাত বোধহয় ভুলে দখল হয়ে গেছে, আপনি মনে হয় টের পান নাই, ছেড়ে দেন’। তৃতীয় দিন গিয়া পায়ে ধরবা, বলবা ‘গরিবের ফুটপাত স্যার ছেড়ে দেন’। তাও না ছাড়লে চতুর্থ দিন গিয়া বুলডোজার চালাইয়া দিবা। উই ডোন্ট কেয়ার। ইনশাআল্লাহ আপনারা দেখবেন, উই উইল টেক আউট দিস।’
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আগামী তিন বছর সাত মাস পর আমার মেয়রের দায়িত্ব ছাড়ার সময় ঢাকা একটি অন্যরকম শহর হবে ইনশাআল্লাহ।’
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ ও দিক-নির্দেশনায় ঢাকার দুই সুযোগ্য মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন অত্যন্ত দক্ষতার সঙ্গে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তাদের নিরলস পরিশ্রম অবশ্যই প্রশংসাযোগ্য। আশা করি নগরবাসী খুব অল্প সময়ে তাদের কাঙ্ক্ষিত একটি শহর দেখতে পাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উ-উপাচার্য অধ্যাপক নাসরিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ-এর ন্যাশনাল ডাইরেক্টর জন আর্মস্ট্রং, ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ন্যাশনাল ডাইরেক্টর ফ্রেড উইটিভিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম।
মন্তব্য চালু নেই