সিরিয়ায় ইসরাইলি বিমান ও ড্রোন ভূপাতিত

সিরিয়ার দামেস্কে মঙ্গলবার সকালে ইসরায়েলের একটি যুদ্ধবিমান ও ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। তবে তাদের দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

সিরিয়ান সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানায়, আমাদের প্রতিরক্ষা বিভাগ ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটাতে একটি ড্রোন ও দামেস্কে একটি বিমানকে বিধ্বস্ত করেছে। সন্ত্রাসীদের সাহায্য করার জন্য ইসরায়েল এই বিমান ও ড্রোন পাঠিয়েছিল।

সিরিয়ান সামরিক মুখপাত্র অ্যারি শালিকার বলেন, ‘ইসরাইল আমাদের আর্টালারি লক্ষ্য করে হামলা চালালে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণকারী দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।’

ইসরায়েল সেনাবাহিনী জানায়, তাদের কোনো বিমান বা ড্রোন বিধ্বস্ত হয়নি।



মন্তব্য চালু নেই