আশুলিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত

টিপু সুলতান (রবিন), সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক (৩২) ডাকাত নিহত হয়েছে।

রবিবার ভোর রাত তিনটার দিকে আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডদিয়া এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে শ্রীখন্ডদিয়া এলাকায় আশুলিয়া থানা পুলিশের এস আই শাহাজালাল টহল দিচ্ছিলেন। এসময় একটি রাস্তার মধ্যে পুলিশের গাড়িতে হামলা করে একদল ডাকাত।

এসময় পুলিশের গুলিতে অজ্ঞাত এক ডাকাত নিহত হয়। পালিয়ে যেতে সক্ষম হয় বেশ কয়েজন ডাকাত ।
পরে পুলিশ নিহত ওই ডাকাতের মরদেহ তড়িঘড়ি করে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।এসময় পুলিশ ঘটনা স্থল থেকে একটি পিস্তলও দুই রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায় প্রত্যেকদিন ওই এলাকায় ডাকাতি চুরি ছিনতাই হয়। কিন্ত পুলিশ কোন পদক্ষেপ নেয়না।এরই ধারাবহিকতায় আজ টহল পুলিশের সাথে ডাকাতদের হামলার ঘটনা ঘটে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ও তদন্ত কর্মকর্তা আকবর আলী ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এদিকে এস আই শাহাজাল এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ওসি স্যার কথা বলবে আমরা বলবো না।

এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



মন্তব্য চালু নেই