বাচ্চা হওয়ার সময় বুঝতে পারলেন তিনি গর্ভবতী!

নবজাতক জন্ম দেওয়ার আগ পর্যন্ত মা বুঝতে পারেননি তিনি সন্তানসম্ভবা। এমন অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াতে ঘড়ির কাটা তখন চারের ঘরে। হঠাৎ ভীষণ রকম যন্ত্রণা অনুভব হচ্ছিল পেটে। ওই নারীর স্বামী জেফ পেরুংগা সাহায্য চাইতে ৯১১-এ ফোন দেন।

জেফ সিবিএস নিউজকে জানান, ‘আমি তখন বুঝতে পারছিলাম আমার স্ত্রী সন্তান প্রসব করতে যাচ্ছিলেন। কিন্তু আমরাতো জানতামই না। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলে, সে নিজেও বেশ অবাক হয়।’

জেনিফার বলেন, ‘খুবই অবাক হয়েছিলাম। মাঝরাতে আমি ঘুম থেকে উঠে যাই এই ভেবে যে, আমার প্রচণ্ড পেট ব্যাথা করছে।’

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩৫ বছর বয়সী জেনিফার ফাবেলা জানান, ‘কিছুক্ষণের মধ্যেই যে নবজাতকের জন্ম দেব, কিছুতেই বুঝতে পারিনি। আমি গর্ভবতী এটাই জানতাম না।’

৩৫ বছরের জেনিফার এখন তিন সন্তানের মা। এর আগে দুই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এরমধ্যে একজনের বয়স ১৩ ও অন্যজনের ৭।

শারীরিক ওজন বেড়েছিল তিনি তা বুঝছিলেন, কিন্তু তার গর্ভে যে বেড়ে উঠছে ভ্রূণ তা টেরই পাননি। সন্তানের জন্মের পর অবাক হয়েছেন নবজাতকের পিতা জেফও।

এদিকে জেফ জানান, ‘আমি জেনিফারকে আরও বলছিলাম, তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ মনে হয়। তুমার কিছু ওজন কমানো দরকার।

নবজাতকের জন্মের খবর পেয়ে পরিবার ও বন্ধু বান্ধবের শুভেচ্ছা পেয়েছেন জেফ ও জেনি।



মন্তব্য চালু নেই