৫০ লাখ কৃষককে মোবাইল ফোন দেবে পাকিস্তান

আধুনিক চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে কৃষকদের মধ্যে ৫০ লক্ষ মোবাইল ফোন বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির পাঞ্জাবের আইটি বোর্ডের চেয়ারম্যান ড. উমার সাইফ বলছেন, আগামী অক্টোবর মাসেই মোবাইল ফোনের প্রথম চালানটি কৃষকদের হাতে পৌঁছুবে। এই ফোনের মাধ্যমেই কৃষিখাতের বিশেষজ্ঞদের পরামর্শ পৌঁছে যাবে কৃষিজীবীদের কাছে।

ড. সাইফের বরাত দিয়ে পাকিস্তানী বার্তা সংস্থা এপিপি খবর দিচ্ছে, ফসলের ওপর কী পরিমান কীটনাশক ব্যবহার করা হবে, সে সম্পর্কে মোবাইল ফোনের মাধ্যমে কৃষকদের কাছে অ্যালার্ট পাঠানো হবে।

ভারত এবং কেনিয়ায় বিপুল সংখ্যক কৃষিজীবী ইদানিং কৃষিখাতে স্মার্টফোন প্রযক্তি ব্যবহার শুরু করেছেন।

ডেনমার্কের আলবর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনড্রিক নচে ভারতে এমন একটি প্রকল্পের সাথে যুক্ত ছিলেন যেখানে অক্ষর জ্ঞানহীন কৃষিজীবীরাও স্মার্টফোন ব্যবহার করে সুবিধে ভোগ করতে পারেন।

তবে নিজের অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন, কৃষকদের প্রয়োজন হয় এমন অনেক তথ্য এখনও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায় না।

তবে কৃষিখাতে মোবাইল প্রযুক্তর ব্যবহার শুরু হলে, ভবিষ্যতেএর অনেক সুফল পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।



মন্তব্য চালু নেই