আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে আয়েশা (১০) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের আবু সাঈদ বাচ্চুর একমাত্র মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজন জানান, গত বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে যায় আয়েশা। ফিরে আসতে দেরি হলে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা অনেক খুঁজাখুঁজির পর পুকুরে আয়েশার দেহ ভাসতে দেখে তারা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরোদ্দোজা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই