কোকেনের মতো নেশা হয় ফেসবুকে

কোকেনের মতো নেশা তৈরি হয় ফেসবুকে। ফেসবুক ব্যবহারের সময় মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণের পর এমন দাবিই করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার এক গবেষক।

মনস্তত্ববিদ অধ্যাপক অফির তুরেলের সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, ফেসবুকের আসক্তি মানুষের মস্তিষ্কে কোকেন আসক্তির মতো পরিবর্তন ঘটায়। ফেসবুকের নিউজ ফিড দেখার সময় মানুষের মস্তিষ্কের সেই অংশটি প্রভাবিত হয়, যা কোকেন আসক্তিতেও প্রভাবিত হয়।

গবেষণায় ২০ জন স্নাতকের শিক্ষার্থীকে কয়েকটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কতটা আসক্ত সে প্রশ্নের পর তাদের স্ক্রিনে নির্দিষ্ট কিছু ছবি দেখিয়ে সুইচ চাপ দিতে বলা হয়। সেখানে দেখা যায় সেই সকল ছবিতেই মানুষ দ্রুত সুইচ চাপ দিতে সমর্থ হয় যেগুলো ফেসবুক সম্পর্কিত।



মন্তব্য চালু নেই