“বিমানে চাকরি করতে গিয়েছিলাম, ফিরিয়ে দিয়েছিল, তাই আজ আমি এখানে”

বিমানসংস্থা জেট এয়ারওয়েজ-এ কেবিন ক্র-র চাকরির জন্যে দরখাস্ত জমা দিয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু সেদিন তাঁর ব্যক্তিত্বে সমস্যা আছে বলে, জেট কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে দেন। নিজের জীবনের এই সত্যটা ফাঁস করে মজার ছলে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, সেদিন তাঁকে বাদ দেওয়ার জন্যে জেট কর্তৃপক্ষকে তিনি আজ ধন্যবাদ জানাচ্ছেন।

প্রসঙ্গত, জীবনে প্রথমবার চাকরির জন্যে জেট-এ দরখাস্ত পাঠিয়ে ছিলেন স্মৃতি ইরানি। তারপর তাঁরা প্রত্যাখান করায় তিনি ফুড চেন ম্যাক ডোনাল্ডস-এ চাকরি করেন। তারপর সবটাই ইতিহাস এবং সকলেরই জানা, দিল্লিতে এক অনুষ্ঠানে আলাপচারিতায় একথা জানান স্মৃতি।

প্রসঙ্গত, কেন্দ্রীয়মন্ত্রী গিয়েছিলেন জেট-এরই এক অনুষ্ঠানে। তবে তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যাত্রী হিসেবে।

স্মৃতি ছোটপর্দায় আসার আগে একজন মডেল ছিলেন এবং বিভিন্ন সুন্দরী প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। তারপর ছোটপর্দায় চুটিয়ে অভিনয় করার পর তিনি রাজনীতিতে যোগ দেন। ২০১৪ সালে মাত্র ৩৮ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে মোদী মন্ত্রিসভায় যোগ দেন স্মৃতি। -এবিপি আনন্দ



মন্তব্য চালু নেই