অবতরণের সময় ক্ষতিগ্রস্ত ‘এয়ারল্যান্ডার ১০’

বিশ্বের দীর্ঘতম বিমান ‘এয়ারল্যান্ডার ১০’ অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানঘাঁটিতে নামার সময় মাটিতে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয় ককপিট। তবে এর পাইলট ও ক্রুরা অক্ষত আছেন।

দ্বিতীয়বার টেস্ট ফ্লাইট শেষ করার সময় বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

বিমান ও এয়ারশিপের সমন্বিত কাঠামোয় তৈরি ৩০২ ফুট দীর্ঘ এই এয়ারল্যান্ডার বেডফোর্ডশায়ারের কার্ডিংটন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে। বুধবার অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে এটি।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিমানটি তৈরিতে ২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। এতে সাধারণ বিমানের মতো জ্বালানি লাগে না। বিমানের ভেতরে ফাঁফা অংশে কয়েক মিলিয়ন ঘন ফুট হিলিয়াম রাখা আছে। যা বিমানটিকে উড়তে সাহায্য করে। তা ছাড়া এর উড্ডয়ন ও অবতরণে রানওয়ের দরকার হয় না। যেকোনো ফাঁকা ও শক্ত মাটিতে এটি অবতরণ করতে পারে।

বিমানটির নির্মাতা কোম্পানি এইচএভি জানিয়েছে, ফ্লাইটটি ছিল চমৎকার। শুধু নামার সময় কিছু বিপত্তি ঘটেছে। তবে পাইলট ও ক্রুরা ভালো আছেন।

১৭ আগস্ট কার্ডিংটন থেকে বিমানটি প্রথমবার টেস্ট ফ্লাইট শুরু করে।



মন্তব্য চালু নেই