সিঙ্গাপুরে নির্মিত হলো আধুনিক মসজিদ ‘মসজিদ মারুফ’
রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকেঃ সিঙ্গাপুরের মুসলমানদের জন্য ২০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার (যা বাংলাদেশি টাকায় ১২০ কোটি টাকা) খরচ করে নির্মাণ করা হয়েছে ‘মসজিদ মারুফ’। গত ১৯ আগস্ট শুক্রবার নবনির্মিত মসজিদটির উদ্বোধন করেন সিঙ্গাপুরের তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্মবিষয়ক মন্ত্রী ডক্টর ইয়াকুব ইব্রাহিম।
চারতলা এই মসজিদে রয়েছে সকল আধুনিক সুযোগ সুবিধা, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রীত, বৃহৎ লিফট ও নিরাপত্তার জন্য রয়েছে সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরা। মসজিদটিতে একসাথে সাড়ে চার হাজার মানুষ নামাজ পড়তে পারবেন।
মসজিদটি ২০ জুড়ং ওয়েস্টের, ২৬নং স্টিট, পোস্টাল কোড সিঙ্গাপুর-৬৪৮১২৫ এ নির্মাণ করা হয়েছে। জুড়ং ওয়েস্ট, বুনলে, লেক সাইট, ও নানিয়াং ইউনিভার্সিটির কাছাকাছি হওয়া এই এলাকার মানুষদের নামাজ পড়তে এখন অনেক সুবিধা হবে। উল্লেখ্য, জুড়ং ওয়েস্ট এলাকার বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে ২০১০ সালে মসজিদটির নির্মান কাজ শুরু করেন বতর্মান তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং মুসলিম ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব ডক্টর ইয়াকুব ইব্রাহিম।
মন্তব্য চালু নেই