বসুন্ধরা সিটির আগুন নেভানোর চেষ্টায় ২০ ইউনিট

প্রায় আড়াই ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন। বেলা ১১টা ২৩ মিনিটের দিকে ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত।

দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে শুরুতে আগুন নিয়ন্ত্রণে এক পর্যায়ে পানির সংকট দেখা দিলেও বর্তমানে পর্যাপ্ত পানি মজুত করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান সাংবাদিকদেরকে বলেন, মোট ১১ জন ভেতরে আটকা পড়েছিলেন। তার মধ্যে ৮/৯ জনকে উদ্ধার করেছি। বাকিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

তিনি জানান, ৬ তলায় সিলিং থেকে আগুন লেগেছে। বর্তমানে আগুনের পিণ্ড নাই তবে ধোঁয়া আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ‘অক্সিজেন মাস্ক’ পড়ে কাজ করছেন বলেও জানান আলী আহমদ খান।

আগুন লাগার পর পান্থপথে যান চালাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে উৎসকু জনতা এই শপিং মলের সামনে ভিড় করে আছেন।



মন্তব্য চালু নেই