নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতে চলছে পিস টিভি সম্প্রচার

সম্প্রতি ভারত সরকার পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করলেও ইন্দো-বাংলাদেশ সীমান্ত এলাকায় চলছে এর সম্প্রচার। ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক পরিচালিত এ চ্যানেলটি সম্প্রচারের অনুমতি নেই ভারতে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মালদাহ ও মুর্শিদাবাদে নিয়মিতই চলছে ডা. জাকির নায়েকের ভাষণ সম্প্রচার। সন্ধ্যা হলেই চা ও পানের দোকানে পিচ টিভির সম্প্রচার করা হয়। কিছু কিছু মাদ্রাসায় বড় স্ক্রিনে দেখানো হচ্ছে নায়েকের বক্তব্য। আর এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় প্রশাসন।

ভারতের বড় বড় চার ক্যাবল অপারেটর অভিযোগ করেছে, সরকারের নিষেধাজ্ঞা আমলে না নিয়ে পিস টিভির সম্প্রচার অব্যাহত রেখেছেন স্থানীয় কেবল অপারেটররা। মালদহ, মুর্শিদাবাদ ছাড়াও বিভিন্ন এলাকায় সম্প্রচার অব্যাহত রয়েছে বলে জানায় তারা।

মালদাহর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাতোশ মন্ডল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ অত্যন্ত গুরুতরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে স্থানীয় বিজেপি নেতারাও বিষয়টি কেন্দ্রে জানানো হবে বলে জানিয়েছেন।



মন্তব্য চালু নেই