ঝিনাইগাতীতে আর্ন্তজাতিক আদিবাসী দিবস পালিত
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে ৯আগষ্ট মঙ্গলবার সকালে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো আর্ন্তজাতিক আদিবাসী দিবস। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার মরিয়মনগর থেকে বের হয়ে উপজেলা চত্তর হয়ে পূনরায় মরিয়মনগরে এসে শেষ হয়।
র্যালী শেষে মরিয়মনগর কাথলিক প্রাঃবিঃ মিলনায়তনে “আদিবাসীদের শিক্ষা, ভুমি ও জীবনের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাগাছাস), ওয়াইএমসিএ, টিডব্লিউএ, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়, মরিয়মনগর কাথলিক প্রাঃবিঃ ও চাসং গিত্তালনি ক্লাব এর আয়োজনে বাগাছাস’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি পবিত্র এর সভাপতিত্বে ও বাগাছাস ঝিনাইগাতী শাখার সভাপতি রনু নকরেক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি নবেশ খকসী, মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং, উপজেলা বিআরডিবি কর্মকর্তা পিটার সাংমা, বাগাছাস-ঝিনাইগাতী শাখার সাবেক সভাপতি ডেনিস নকরেক প্রমূখ।
আলোচনা সভা শেষে আদিবসী শিল্পীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য চালু নেই