শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার সিঙ্গাবরুনা ইউনিয়নের পাহাড়ি জনপদ জুলগাঁও গ্রামে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া (৫০) ওই গ্রামের মৃত বক্তার মিয়ার ছেলে।

বনবিভাগের বালিঝুড়ি সদর বিটের বিট অফিসার নুহুস চন্দ্র হাজং জানান, সীমান্তে হাতি তাড়াতে স্থানীয় কৃষকদের পালাক্রমে পাহারা দেওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে সেখানকার ধানক্ষেতের একটি টং ঘরে পাহারারত ছিলেন কৃষক দুদু মিয়া। কিন্তু ভোর চারটার দিকে সীমান্ত অতিক্রম করে ভারতের গারো পাহাড় থেকে নেমে আসা একদল বন্যহাতি ওই টং ঘরটি ভেঙে দেয়। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষক দুদু মিয়া ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় স্থানীয় ইউএনও খালেদা নাছরিন এবং রেঞ্জ কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে জেলায় মারা গেছে ৪৪ জন কৃষকের। সেইসঙ্গে বিভিন্নভাবে ১৮টি হাতির প্রাণ গেছে। হাতির আক্রমণে আহত হয়েছে প্রায় পাঁচ শতাধিক। তন্মধ্যে ২০১৪ থেকে গত আড়াই বছরে ১১ জন কৃষক ও ১১টি হাতির প্রাণ সংহার হয়েছে।



মন্তব্য চালু নেই