ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে উত্তম চিরান(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ৯ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত উত্তম চিরান উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের মৃত মদন মারাকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে একদল বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে তান্ডব চালালে লোকজন ওই বন্য হাতির দলকে তাড়া করার সময় হাতির পায়ে পিষ্ট হয়ে উত্তম চিরান মারাক্তক ভাবে আহত হন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে অবস্থা আশংকাজনক হওয়ায় শেরপুর সদর হাসাপাতালে স্থানান্তর করে।

পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে পথি মধ্যে তার মৃত্যু ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার এ,কে,এম ফজলুল হক নিহতকে দেখতে যান এবং তার দাফন-কাফন বাবদ ব্যক্তিগত সহযোগীতা বাবদ নগদ অর্থ দান করেন।



মন্তব্য চালু নেই