জাপানে আগাম নির্বাচনের ঘোষণা
আসছে শুক্রবার জাপানের সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একইসঙ্গে নির্ধারিত সময়ের দুই বছর আগেই সাধারণ নির্বচনেরও ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অ্যাবে। জাপানের অর্থনীতি ঢেলে সাজানোর অঙ্গীকার নিয়ে দুই বছর আগে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে অঙ্গীকার পূরণে অ্যাবে ব্যর্থ বলেই মনে করা হচ্ছে।
অ্যাবের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝিতেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাপানে। অ্যাবের জনপ্রিয়তায় নিম্মমুখি ধারা থাকলেও ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অ্যাবে জয় লাভ করবেন বলেই ধরে নেয়া হচ্ছে।
শিনজো অ্যাবের দল লিবারেল ডেমোক্র্যাটসের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, বিরোধী দলের ছত্রভঙ্গ অবস্থার কারণে অ্যাবে ক্ষমতা আরো পাকাপোক্ত করার পরিকল্পনা করছেন।
মন্তব্য চালু নেই