মিরপুর সুয়ারেজের লাইনে শিশু নিখোঁজ: উদ্ধারে ফের অভিযান শুরু

রাজধানীর মিরপুরে সুয়ারেজের লাইনে পড়ে নিখোঁজ চার বছর বয়সী শিশু জুনায়েদ হোসেন সাব্বিরকে উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের লোকজন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার বিকালে খেলার সময় মিরপুরের কমার্স কলেজের পেছনে সুয়ারেজ লাইনে পড়ে নিখোঁজ হয় সাব্বির। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত তিনটা পর্যন্ত অভিযান চালালেও শিশুটির সন্ধান পায়নি। পরে রাতের জন্য উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

মিরপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল আল আরেফিন জানান, বিকালে আমির হোসেনের ছেলে সাব্বির স্যুয়ারেজ লাইনে পড়ে নিখোঁজ হয়। রাতে অভিযানে তার খোঁজ না পাওয়ায় সকাল থেকে ফের অভিযান চালানো হচ্ছে।

এর আগে গত ১৩ জুলাই দুপুরে মহাখালীতে ড্রেনের পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত ডোবায় পড়ে যায় মারা যান শাহ আলম ও গৃহবধূ রুবি আক্তারে ছোট মেয়ে সানজিদা। ঘটনার পরদিন ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে।



মন্তব্য চালু নেই