গোখরা সাপের ভয়ে সরকারি অফিস বন্ধ!

অবিরাম বর্ষণের কারণে প্রশাসনিক ভবনে ঢুকে পড়েছে বিভিন্ন প্রজাতির সাপ। সেই অফিসের ভেতরে বাসা বেঁধেছে বিষাক্ত গোখরা সাপ। সাপের ভয়ে কার্যত ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের কাজই বন্ধ রয়েছে।

বেশ কয়েকদিন ধরেই জেলা প্রশাসনিক ভবনের ট্রেজারি দপ্তরসহ ভবনের নিচ তলার বেশ কয়েকটি দপ্তর থেকে সাপ বের হতে দেখেন কর্মীরা।

গতকালও ট্রেজারি দপ্তরে আরো একটি গোখরা সাপ দেখতে পান তারা। এরপরই অফিসের কর্মকর্তা রাজকুমার মণ্ডল উদ্যোগ নিয়ে সাপ ধরতে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন।

আজ ওই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের ডাকে জেলা প্রশাসনিক ভবনে আসেন। তল্লাশি চালিয়ে ধরে ফেলেন গোখরা সাপের বাচ্চা।

কিন্তু বড় সাপগুলো এখনো লুকিয়ে রয়েছে কোনো এক জায়গায়। স্বেচ্ছাসেবীদের ধারণা, অফিসের ভেতর কোথাও না কোথাও গোখরার পুরো পরিবারই রয়েছে।



মন্তব্য চালু নেই