যুক্তরাষ্ট্রে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লুজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রোজে বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো এক বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি চলছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পূর্ব ব্যাটন রোজের মেয়র কিপ হল্ডেন সিএনএনকে জানান, গোলাগুলিতে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ও ডেপুটি শেরিফ রয়েছে।

কিপ হল্ডেন বলেন, রোজে এখনো গোলাগুলি চলছে। এছাড়া গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে রোববার সকালের এ গোলাগুলির ঘটনা রোজের কোন জায়গায় ঘটছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি স্থানীয় কর্তৃপক্ষ।

ব্যাটন রোজের পুলিশ কর্মকর্তা এল জে ম্যাকনিলি বলেন, বেশ কয়েকজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক কিনা তা জানাতে পারেননি তিনি।



মন্তব্য চালু নেই