তুরস্কে ব্যর্থ সেনাঅভ্যুত্থানে নিহতের সংখ্যা বেড়ে ১৯০

তুরস্কে শুক্রবার রাতে বিদ্রোহী সেনা সদস্যদের ক্ষমতা দখলের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সরকারপন্থি সেনাবাহিনী। তবে এ সংক্রান্ত সহিংসতায় শেষ পর্যন্ত ১৯০ জন নিহত হওয়ার খরব পাওয়া গেছে।
তুরস্কের নতুন সেনাপ্রধান উমিত দুনদার শনিবার এক বিবৃতিতে বলেছেন, অভ্যুত্থান সংক্রান্ত সংঘর্ষে কমপক্ষে ১৯০ জনের বেশি নিহত হয়েছে। এদের মধ্যে ৪১ জন পুলিশ কর্মকর্তা ও ৪৭ জন বেসামরিক নাগরিক। এছাড়া অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আরো ১০৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১শ মানুষ।
সেনাপ্রধান উমিত দুনদার আরো বলেছেন, বিমান বাহিনী, সামরিক পুলিশ ও গোলন্দাজ দলের একাংশ ওই ব্যর্থ অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল।
অভ্যুত্থানটি ব্যর্থ হয়ে যাওয়ার পর শনিবার সকালে এর সঙ্গে জড়িত প্রায় ৫০ সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় দেশ জুড়ে আটক করা হয়েছে আরো দেড় হাজারের বেশি সেনা সদস্যকে।
মন্তব্য চালু নেই