পুত্রবধূ হত্যা: সস্ত্রীক টিপু সুলতানের আগাম জামিন

শামারুখ মাহজাবিন সুমি হত্যা মামলায় চার সপ্তাহের আগাম জামিন পেয়েছেন যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেমসিন আরা।

রোববার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

শামারুখ মাহজাবিন সুমি টিপু সুলতান-জেসমিন আরা দম্পতির ছেলে হুমায়ুন সুলতান সাদাফের স্ত্রী। গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমণ্ডির ৬নং রোডের ১৪ নম্বর বাসা থেকে সুমির লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই টিপু সুলতান, জেমসিন আরা ও হুমায়ুন সুলতানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরই গ্রেপ্তার করা হয় সাদাফকে। খান টিপু সুলতান ও তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম পালিয়ে যান।

সুমি যশোর শহরের পুরাতন কসবা এলাকার প্রকৌশলী নুরুল ইসলামের মেয়ে। তিনি রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০১২ সালের ২৬ ডিসেম্বর যশোরের সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান সাদাফের সঙ্গে শামারুখ মেহজাবিন সুমির বিয়ে হয়।



মন্তব্য চালু নেই