টিভির লাইভ শো-তে তসলিমা নাসরিন থাকায় মঞ্চ ছেড়ে চলে গেলেন তারিক বুখারি

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে টেলিভিশনের লাইভ শোতে চরম লজ্জা দিলেন ভারতীয় এক মুসলিম নেতা।
বাংলাদেশে থেকে নির্বাসিত তসলিমা নাসরিন আছেন তাই লাইভ শো ছেড়ে চলে গেলেন তিনি। তসলিমা নাসরিন উপস্থিতি আছে শো’য়ে।
তাই টিভির লাইভ শো ছেড়ে চলে গেলেন তারিক বুখারি। ভারতীয় মুসলিমদের সংগঠন মজলিশ ই আমলের জেনারেল সেক্রেটারি তিনি।
এনডিটিভির লাইভ শো বিগ ফাইটে অন্য অতিথিদের সঙ্গে ছিলেন বুখারিও।কিন্তু শো শুরু হওয়ার পর নিজের আপত্তির কথা জানিয়ে মঞ্চ ত্যাগ করেন তিনি।
মন্তব্য চালু নেই