কিম জং উনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনসহ দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
এ নিষেধাজ্ঞা বুধবার জারি করা হয়।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় থাকা (তাদের) সম্পত্তি ও অন্যান্য সম্পদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
অ্যাক্টিং আন্ডারসেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিনানসিয়াল ইনটেলিজেন্স অ্যাডাম জে. জুবিন বলেন, কিম জং উনের অধীনে উত্তর কোরিয়া সরকার দেশটির লাখ লাখ মানুষকে অগ্রহণযোগ্য নিষ্ঠুর ও কষ্টদায়ক শাস্তি প্রদাণ করছে।
মন্তব্য চালু নেই