হামলাকারীরা সবাই জেএমবি সদস্য : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘গুলশানে হামলাকারীরা সবাই জেএমবি সদস্য। তবে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে তাদের যোগাযোগ থাকতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আইজিপি রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দু’পুলিশ কনস্টেবল ও মাইক্রোবাসচালককে দেখার পর সাংবাদিকদের সাথে একথা বলেন।
শুক্রবার রাতে গুলশানে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও প্রদীপ চন্দ্র দাস এবং মাইক্রোবাসচালক আব্দুর রাজ্জাক আহত হন। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের ১০১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
আইজিপি বলেন, ‘গুলশানে হামলাকারীরা জেএমবি’র সদস্য হিসেবে পুলিশের তালিকাভূক্ত।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, ‘হামলার আগাম কোনো গোয়েন্দা খবর ছিল না। তবে হামলার পর আমরা খবর পেয়েছি।’
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তাদের দেখতে যান।
স্বাস্থ্যমন্ত্রী এসময় আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
মন্তব্য চালু নেই