ইইউতে যুক্তরাজ্যের না থাকার পাল্লাই ভারী হচ্ছে

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা নিয়ে ব্রিটেনের ঐতিহাসিক গণভোট শেষে এখন চলছে ভোট গননার পালা। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ইইউ ত্যাগ অর্থাৎ ব্রেক্সিটের পক্ষেই বেশি ভোট পড়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় ইইউতে ব্রিটেনের থাকা-না থাকা নিয়ে গণভোট শুরু হয়। রাত ১০টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় গণভোট। ভোটের আগে অবশ্য বিভিন্ন সংস্থা পরিচালিত জরিপের ফলে দেখা গেছে, ৫২ শতাংশ বা তারচেয়ে বেশি ব্রিটিশ নাগরিক ইইউতে থাকতে চাচ্ছেন।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ব্রেক্সিটের পক্ষেই বেশি ভোট পড়েছে। এ পর্যন্ত ২ কোটি ৪৫ লাখ ৫৪ হাজার ৬৪০টি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৯৭৭ জন অর্থাৎ প্রায় ৫২ শতাংশ ভোটার ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছেন। আর ১ কোটি ১৮ লাখ ৫৫ হাজার ৬৬৩ অর্থাৎ ৪৮ শতাংশ ভোট পড়েছে বিপক্ষে।

বেক্সিটের পক্ষে অবস্থান নেওয়া ইউকিপ দলের নেতা নাইজেল ফার্জ ইতিমধ্যে, ‘স্বাধীন যুক্তরাজ্যের স্বপ্ন দেখার সাহস পাচ্ছি।’

বিবিসি ও গার্ডিয়ানসহ ব্রিটিশ সংবাদমাধ্যগুলো ইতিমধ্যে ‘লিভ’ অর্থাৎ ব্রেক্সিটের দিকেই যে পাল্লা ঝুঁকছে সেদিকে ইঙ্গিত দিয়েছে।



মন্তব্য চালু নেই